প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে‘OBE Curriculum শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

অনলাইন ডেস্ক

 

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘OBE Curriculum’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ১২ মে ২০২৫ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটি আয়োজন করে।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণ নিয়ে সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারলেই এই প্রশিক্ষণের সফলতা আসবে।’
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্বে কাজের ধরণ প্রতিনিয়ত পরিবর্তীত হচ্ছে সেই পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের সিলেবাসেও পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাপরবর্তী জীবনের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা।’
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবির, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. ফারহীন হাসান এবং ওবিই সফ্টওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন। সঞ্চালনা করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ।
কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : সাইফুল ইসলাম কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন