প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ । ৬:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ত্রিশালে শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে সরকারি নজরুল কলেজ ছাত্র দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল এর মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার ২০২৫ই,ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কালো ব্যাজ ও অবস্থান কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থীবৃন্দ। এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল।
আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার ও সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের।

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) ছাত্র। তিনি হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ দুপুরে সরকারি নজরুল কলেজ অধ্যাক্ষ্যের একাডেমিক ভবনের সামনে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন :
ছাইম আল হাসান, যুগ্ন আহ্বায়ক, সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদল,
উৎসব খান, উমর আলী,আল আমিন প্রমুখ ছাত্রদলের নেতৃবৃন্দ।এবং শাহরিয়ার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

সম্পাদক : সাইফুল ইসলাম কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন