
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আগামী ২৬ মে ২৭ জিলক্বদ সোমবার বাদ আসর হতে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় মহামান্য আওলাদে রাসুল (দ:) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মান্যবর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের মাননীয় চেয়ারম্যান, আলহাজ্ব শাহ সুফি ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম:) এর সভাপতিত্বে, মহামান্য আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউছুলআজম মাইজভান্ডারী, শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের মান্যবর সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম:)র শোকরানা বক্তব্য, আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভান্ডারী শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের যুগ্ন -সম্পাদক মোঃ নঈমুল কুদ্দুস আকবরী এর স্বাগত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের সম্মানিত আওলাদে পাক গণের উপস্হিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
কর্মসূচি :- বাদ আসর –
পবিত্র খতমে কুরআন
বাদ মাগরিব – আলোচনা সভা মিলাদ কিয়াম তাওল্লাদে গাউছিয়া শরিফ ও জিকরে সামা মাহফিল, মোনাজাত ও তাবারুক বিতরণ।