পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোরে পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক জনের নাম নাবিল হোসেন (২) তিনি তানোর উপজেলার কামারগাঁ ইউপির পারিশোন গ্রামের দেলোয়ার হোসেন দেলুর পুত্র।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই শিশুটি বাড়ির গেটে খেলছিলো সকলের অগোচরে বাড়ির গেটের সামনের ছোট পুকুরের পানিতে পরে যায়।পরে পরিবারের লোকজন টের পেয়ে শিশুটি উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে মর্মে জানা যায়।
অপরদিকে, সোমবার সাড়ে ১১টার দিকে তানোর পৌর এলাকার আমশো গ্রামের নাজমুল হাসানের ২ বছরের পুত্র তৌফিকুল ইসলাম তাওরাত নামের অপর এক শিশু বাড়ির সামনের পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছেন। পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার সময় শিশুটি বাড়ির বাইরের খলিয়ানে খেলাধুলা করার সময় শিশুটি সকলের অগোচরে বাড়ির গেটের সামনের পুকুরের পানিতে পরে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই শিশুটির মৃত হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ২টিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।