দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এধরণের লোকের বিএনপিতে জায়গা নেই ___ ড. খন্দকার মারুফ হোসেন

এস,কে তালুকদার দাউদকান্দি।
দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং যদি কেউ আওয়ামীলীগকে পূনর্বাসনের চেষ্টা করে বা আগে বিএনপি করতো পরে আওয়ামীলীগে যোগ দিয়েছে এখন আবার বিএনপিতে আসতে চায় এই ধরনের লোকের বিএনপিতে কোনো জায়গা হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে দাউদকান্দির পৌর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে
শুক্রবার (২১ মার্চ) বিকাল চারটায় দাউদকান্দি শহিদ রিফাত পার্কে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন আরো বলেন, যারা গনহত্যা, গুম, খুন, চাঁদাবাজী করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে তারপর তারা নির্বাচনে আসতে পারবে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান মুন্সি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন (সুমন) কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া শিল্প বিষয়ক সম্পাদক মোঃ স্বপন বেপারী।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ফকির
পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ন আহবায়ক সাইফুল মুন্সী, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান লিমন , যুগ্ন আহবায়ক রানা সরকার। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান প্রদান,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের সদস্য সচিব মো. মহাসিন।
পৌর ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ বাসেদ, সদস্য সচিব লিমন, জাসাস কুমিল্লা উত্তর জেলার আহবায়ক মোঃ কামাল পারভেজ ডালিম, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব প্রমদসরকার মধু, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল সদস্য সচিব পাভেল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং বিভিন্ন আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।