বাগেরহাট ৮ নং বনগ্রাম ইউনিয়নে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুন্না শেখ :
বাগেরহাট জেলা প্রতিনিধি:
৩রা মে রোজ শনিবার বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বনগ্রাম ইউনিয়নে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। আনন্দঘন এই সম্মেলনে এলাকার তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী অংশগ্রহণ করে এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করেন। এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীর মধ্য থেকে আগামী দুই বছরের জন্য উক্ত ইউনিয়নের বিএনপি কমিটি গঠন করা হবে। শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদেম নিয়ামুল নাসির আলাপ যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরদার অহিদুল ইসলাম পল্টু সদস্য মনিটরিং টিম বাগেরহাট ৪। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনিরুল ইসলাম খান। কাজী মনির বাগেরহাট জেলা কমিটির সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ন আহবায়ক। আব্দুল জব্বার মোল্লা সাবেক চেয়ারম্যান মনোগ্রাম ইউনিয়ন ও সদস্যসচিব মোড়লগঞ্জ বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ভোটের ফলাফলের মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। উক্ত সম্মেলনে ইউনিয়ন সভাপতি হিসেবে ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুস সামাদ মোল্লা, তার নিকটতম প্রতিদ্বন্দী কুদ্দুস মোল্লা পেয়েছেন ১১১ ভোট। শামসুর রহমান ১৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীমশিউর রহমান দিদার পেয়েছেন ১৮০ ভোট। সিরাজুল ইসলাম ১৮৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুয়াল কাজী পেয়েছেন ১৩৫ ভোট.।