ত্রিশালে নজরুল ভক্তদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একঘন্টা অবরোধ

ত্রিশালে নজরুল ভক্তদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একঘন্টা অবরোধ
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ত্রিশালে উপজেলায় নজরুল জন্মজয়ন্তী ১২৬ তম জাতীয় ভাবে উদযাপনের দাবীতে সড়ক অবরোধ করে নজরুল ভক্তরা। মঙ্গলবার, দুপুর দেড়ট থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, করে রাখে নজরুল প্রেমিরা।
দ্রুত সময়ের মধ্যে ত্রিশালবাসির দাবি পূরণের ঘোষনা না এলে আরও বৃহত্তর কর্মসূচী আসবে বলে জানান তারা।
এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী,সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজসহ সাধারন মানুষও। উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ নজরুল প্রেমী আন্দোলনকারীদের দাবির ব্যাপারে উর্বধতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ আশ্বাসে অবরোধ কারিরা অবরোধ তুলে নেন। দাবি না মানলে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করে সব অচল করে দেওয়ার হুমকি দেয়।