শিরোনাম:

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা,

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা,

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদকে ঘিরে বগুড়ায় উদিচী শিল্পগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে হামলা, হট্টগোল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উদিচী শিল্প গোষ্ঠীর সাতজন ও বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের শহীদ খোকন পার্কে এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ, উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতারা জানান, ঢাকার শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে বিকাল সাড়ে পাঁচটায় বগুড়ার শহরের সাতমাথায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়। একই স্থানে পাঁচটার দিকে ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী মঞ্চের বগুড়ার কয়েকজন।

এই পরিস্থিতিতে এই কর্মর্সচি শুরু করতে গেলে সাতমাথায় উদিচীকে বাধা দেয় ফ্যাসিবাদবিরোধী মঞ্চের লোকজন। এখানে বাধা পেয়ে উদিচীর নেতাকর্মীসহ অন্যরা শহীদ খোকন পার্কে (শহীদ মিনার এলাকায়) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত শুরু করেন। এর মধ্যেই সেখানেও বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন ফ্যাসিবাদবিরোধী মঞ্চ। এটি এক পর্যায়ে হট্টগোলের রূপ নেয়। সেখানে ধাক্কাধাক্কি থেকে মারধরের ঘটনা ঘটে।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ অনুষ্ঠানে থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বলেন, আমাদের কর্মসূচি মুক্তমঞ্চে হবে বলে তারা সেখানে প্রথমে দখল নিল। তখন আমরা চলে গেছি শহীদ মিনারে। ওখানে গিয়ে ওরা স্লোগান দিচ্ছিল। আমরা জাতীয় সংগীত গাওয়া শুরু করলে সেখানেই আমাদের ওপর হামলা করা হয়। আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের নেতা জিন্নাহ, ছাত্রনেতা শাওন, সাদ্দাম, প্রান্ত, জিলানসহ সাতজত আহত হয়েছেন। মব তৈরি করে আমাদের এক নেতার একজনের মোবাইলও ছিনিয়ে নিয়ে গেছে তারা।

কিন্তু এরপর সাতমাথায় এসে আমাদের পার্টি অফিস তারা ভাঙচুর করতেছে। এ সময় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে দাবি করেন আমিনুল ফরিদ।

তবে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম সদস্য সচিব নূর মোহাম্মাদ যোবায়ের বলেন, ‘উদিচী ফ্যাসিবাদী সংগঠন। আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে, জাতীয় সংগীতের বিরুদ্ধে নয়। এখানে জাতীয় সংগীত টেনে আনার কোনো কারণ নেই। কিন্তু উদিচী এটার সুযোগ নিয়ে নিউজ করার পায়তারা করতেছে। আজকে তারাই আমাদের উপর হামলা করেছে। মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমাদের তিন থেকে চারজন আহতও হয়েছেন।’

ফ্যাসিবাদবিরোধী মঞ্চের আরেক নেতা মাহমুদউল্লাহ জানান, এখানে বিভিন্ন সংগঠনের লোকজন ছিল। তারা ব্যক্তি আগ্রহে এসেছে, কোনো দলের হয়ে নয়। আর খোকন পার্কে উদিচির ওরাই আগে আমাদের ধাক্কা দিয়েছে।

এই ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি বগুড়ার পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা সমন্বয়ক আহম্মেদ সাব্বির বলেন, ‘আজ বিকেলে বগুড়া সাতমাথায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে, তাদের দাওয়াতে ব্যক্তিগতভাবে আমাদের দুএকজন নেতাকর্মী হয়তো সেখানে সংহতি প্রকাশ করতে গিয়ে থাকতে পারে। সুতরাং এনসিপিকে জড়িয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, ‘উদিচীর অনুষ্ঠানে মব তৈরির করার চেষ্টা হয়েছিল। তবে আমাদের কারণে পারেনি। আমরা এখনো উদিচীর কার্যালয়ের সামনে আছি।’

এলাকার মুরুব্বি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা,

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ২১ মে বুধবার শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা বিদ্যালয়ের হল কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে এর সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মানিকপুর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আমির হোসেন, মোঃ হাসান, মোঃ জানে আলম, বিদ্যালয় উন্নয়ন উপ কমিটির সদস্য মাস্টার বদিউল আলম, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আবু তাহের মেম্বার, মাওলানা তৌহিদুল আলম, মোঃ ইসহাক কাঞ্চন, কাঞ্চন নগর প্রবাসী মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ তালিম উদ্দিন ও মোঃ ইয়াছিন আরফাত, বিদ্যালয় উন্নয়ন উপ-কমিটির প্রবাসী প্রতিনিধি মোঃ আবদুর রহিম, মোঃ হোসেন আলী, মোঃ নুরুল আলম, মোঃ হারুন

আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি, সমাজ প্রতিনিধি এবং মুরুব্বিবৃন্দ।

গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহম্মদ উল্লাহ (ক:) এর চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ ২৭ জিলক্বদ ২৬ মে সোমবার

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা,

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আগামী ২৬ মে ২৭ জিলক্বদ সোমবার বাদ আসর হতে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় মহামান্য আওলাদে রাসুল (দ:) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মান্যবর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের মাননীয় চেয়ারম্যান, আলহাজ্ব শাহ সুফি ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম:) এর সভাপতিত্বে, মহামান্য আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউছুলআজম মাইজভান্ডারী, শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের মান্যবর সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম:)র শোকরানা বক্তব্য, আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভান্ডারী শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের যুগ্ন -সম্পাদক মোঃ নঈমুল কুদ্দুস আকবরী এর স্বাগত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের সম্মানিত আওলাদে পাক গণের উপস্হিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।

কর্মসূচি :- বাদ আসর –
পবিত্র খতমে কুরআন
বাদ মাগরিব – আলোচনা সভা মিলাদ কিয়াম তাওল্লাদে গাউছিয়া শরিফ ও জিকরে সামা মাহফিল, মোনাজাত ও তাবারুক বিতরণ।

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা,

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।

শুক্রবার (২৩ মে) বেলা ৩ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুলিয়া নামক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিহনের একটি বাস মুলিয়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে খুঁটির সঙ্গে দেখা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং আহত হন ১০/১২ জন যাত্রী। পরে পুলিশ খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×