কমিটি গঠন
ভিক্টোরিয়া কলেজস্থ বৃহত্তর দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যয়নরত বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি-মেঘনা-তিতাস) অঞ্চলের শিক্ষার্থীদের স্বার্থ-সংরক্ষণ ও উন্নয়নে কাজ করা সংগঠন কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি -মেঘনা-তিতাস) ছাত্রকল্যাণ পরিষদের অধীন ‘ভিক্টোরিয়া কলেজস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি-মেঘনা-তিতাস) ছাত্রকল্যাণ পরিষদ’-এর ২০২৫ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা কাউন্সিলের সুপারিশক্রমে সভাপতি মাজহারুল ইসলাম হানিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফি সদ্য ঘোষিত এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপ্পু সাহা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী নাহিদ (ইসলাম শিক্ষা), তারেক মোল্লা (গণিত) এবং শাখাওয়াত রিফাত (হিসাববিজ্ঞান)। সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী ফয়েজ উল্লাহ।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সীমা আক্তার (গণিত), ইনজামামুল হক (ইসলামের ইতিহাস) ও আমানউল্লাহ (ইসলাম শিক্ষা)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন খন্দকার ও শুভ চন্দ্র দাস। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী জুয়াইরিয়া।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই শিক্ষাবান্ধব, মানবিক ও সেবামূলক সংগঠনটি দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত বৃহত্তর দাউদকান্দি এলাকার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষাবিষয়ক দিকনির্দেশনা, রক্তদান, অসুস্থ শিক্ষার্থীদের সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানামুখী সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কমিটি অনুমোদনের সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফি বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্র ও সমাজকল্যাণমূলক আরও সময়োপযোগী ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
সভাপতি মাজহারুল ইসলাম হানিফ বলেন, “শিক্ষা, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে নবগঠিত কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”