আমেরিকায় সাদমানের পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় থেকে সাদমান শাহারুম রিয়ন বিজনেস এনালাইটিকসে কৃতিত্বের সাথে তার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছেন। গত ৩ মে আমেরিকান স্থানীয় সময় সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে তার পোস্ট গ্রাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাবর্তন প্যারেড দিয়ে অনুষ্ঠান শুরু হলে বিভিন্ন দেশ থেকে আসা ছাত্র-ছাত্রীরা ঐতিহ্যবাহী গাউন ও বনেট পরিধান করে তাদের সনদ গ্রহণ করেন। সাদমান বিজনেস এনালাইটিকসে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সাদমান তার গর্বিত পিতা-মাতার উপস্থিতিতে তার সনদ গ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ছাত্রছাত্রীরাও তাদের অভিভাবকদের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন। বিশ্বের নানা দেশ থেকে আসা ছাত্র-ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় থেকে তাদের ডিগ্রি অর্জন করায় সমাবর্তন অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা সমাবর্তন অনুষ্ঠানে দেশের লাল-সবুজের পতাকা নিয়ে ছবি তুললে দেশ প্রেমের এক অনন্য নজির স্থাপিত হয়, পাশাপাশি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় যা সকলের নজর কাড়ে।